ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে টাইটানিক এর গান
- আপডেট সময় : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সমাবেশে বাজানো হয়েছে বিখ্যাত টাইটানিক সিনেমার গান “মাই হার্ট উইল গো অন”। তারই পরিপ্রেক্ষিতে গত শনিবার গায়িকা সেলিন ডিওনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। সেলিন ডিওন হলেন বিখ্যাত এই গানটির রচয়িতা এবং গায়িকা।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া পৃথিবী তোলপাড় করা হলিউড সিনেমা টাইটানিকের থিম সং হিসেবে গানটি পরিচিত। বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন এই সিনেমাটি তৈরি করেন এবং এটি পরবর্তীতে অস্কার পুরস্কার লাভ করে।
গত শুক্রবার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে। সেই নির্বাচনের সমাবেশে সেলিন ডিওনের ওই গানটি এক বড় একটি পর্দায় দেখানো হয়। ভিডিওতে অবশ্য গায়িকা সেলিন ডিওনকেই গান গাইতে দেখা যায়। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা এবং সমালোচনা হতে থাকে।
গায়িকা ডিওনের ব্যবস্থাপনা দল ও সনি মিউজিক এন্টারটেইনমেন্ট কানাডার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের একটি পোস্টে বলা হয়েছে, নির্বাচনের প্রচারণায় এই গান ও ভিডিও ব্যবহারের কোন অনুমতি ছিল না। এমনকি গায়িকা সেলিন ডিওনের পক্ষ থেকেও কোন অনুমতি নেওয়া হয়নি।
ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে টাইটানিক এর গান
উক্ত ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকে ভবিষ্যৎ টাইটানিক জাহাজের করুন পরিণতির সঙ্গে তুলনা করছে।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বর মাসে। নির্বাচনের প্রচারণার শুরুর দিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের তুলনায় এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জো বাই বাইডেন ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদ প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে আসেন। তার পরিবর্তে তিনি কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান।
কমলা হ্যারিস এর আগে জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকেই রীতিমতো ট্রাম্পের সাথে জোর টক্কর দিতে শুরু করেন তিনি। বর্তমানের বিভিন্ন জরিপ অনুযায়ী তিনি ট্রাম্পের থেকে বেশ এগিয়ে আছেন।
এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরিপ্রেক্ষিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস আগামী ১০ই সেপ্টেম্বর এবিসি তে বিতর্কে অংশ নেবেন। দুই দলের প্রেসিডেন্ট পদ প্রার্থীদের মধ্যে এটি হবে সর্বপ্রথম বিতর্ক। এ নিয়ে সাম্প্রতিক সময়ে কয়েকটি জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আগাম সংবাদ পাওয়া গিয়েছে।
এমনকি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়েই উক্ত বিতর্কের জন্য সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ই সেপ্টেম্বর তাদের মধ্যে বিতর্ক অনুষ্ঠান জনগণ দেখতে পারবেন।
সিম কতদিন বন্ধ রাখলে মালিকানা পরিবর্তিত হয়ে যায় জানতে এখানে প্রবেশ করুন।