ডিপজলের নতুন সিনেমা অমানুষ হলো মানুষ
- আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
নবাগত নায়িকা মৌ খানের তৃতীয় সিনেমার ডিপজলের সাথে অমানুষ হলো মানুষ শুক্রবার সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগে নায়িকা মৌ অভিনীত দুটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল।
যার মধ্যে একটি হচ্ছে মোঃ আসলাম পরিচালিত “প্রতিশোধের আগুন” এবং অন্যটি হলো মনতাজুর রহমান আকবর পরিচালিত “যেমন জামাই তেমন বউ”।
তৃতীয় সিনেমা হিসেবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজলের সাথে তিনি অভিনয় করেছেন “অমানুষ হলো মানুষ” সিনেমাতে। পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই সিনেমায় তিনি মায়া নামের একটি চরিত্রে অভিনয় করেছেন।
ডিপজল এবং নায়িকা মৌ এর সিনেমাটি ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় ২১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে নায়িকা মৌ জানিয়েছেন আপাতত কোন সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছে নেই তার। কারণ দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। বন্যায় কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী অবস্থায় জীবন যাপন করছে। যার কারণে তিনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টিতে খুব একটা আগ্রহ বোধ করছেন না।
নবগত নায়িকা মৌ কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়ক রিয়াজের সঙ্গে একটি হ্যান্ড ওয়াশের বিজ্ঞাপনে কাজ করেছেন। এর আগে বাংলাদেশের ওটিটি প্লাটফর্মে শাহীন সুমন পরিচালিত মুভি “মফিয়” সিনেমাটি মুক্তি পায়।
ডিপজলের নতুন সিনেমা অমানুষ হলো মানুষ
এর মধ্যে তিনি কাজ করছেন তবুও প্রেম দাবি সিনেমাটিতে। তার বিপরীতে অভিনয় করছেন দেশ ইসলাম। নবাগত নায়িকা মৌ এ ব্যাপারে জানান যে কোন সময় এই দুটি সিনেমা মুক্তি পেয়ে যেতে পারে কারণ সেন্সর ইতিমধ্য শেষ হয়েছে।
নায়িকা মৌ এবং ডিপজল অভিনীত অমানুষ হলো মানুষ সিনেমাতে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে যায় মায়া। তার ইচ্ছে গ্রামের স্কুলের শিক্ষকতা করবেন। গ্রামের ছেলেদের লেখাপড়া শেখাবেন।
কিন্তু এলাকায় ফিরে দেখতে পান কিছু মাদকাসক্ত ব্যক্তি জায়গা গুলো দখল করে আখড়া বানিয়ে বসে আছেন। গ্রামের কিছু লোকজনকে নিয়ে জায়গা দিয়ে দখলমুক্ত করতে চান মায়া। ঠিক এমন সময় এগিয়ে আসেন নায়ক জয় চৌধুরী। সিনেমাটির গল্প এরকমই।
অমানুষ হলো মানুষ সিনেমাটি মুক্তির ব্যাপারে পরিচালক মনতাজুর রহমান আকবর সাংবাদিকদের কে জানান, গত মাসের সিনেমাটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছাত্র আন্দোলনের প্রস্তুতির কারণে পিছাতে হচ্ছে। যদিও দেশজুড়ে চলমান বন্যা বিপর্যস্ত তবুও নতুন ছবি মুক্তি দিতে হবে। তা না হলে দর্শকদের সিনেমা হলের প্রতি আগ্রহ একদমই কমে যাবে।
যার কারণে তিনি চলমান পরিস্থিতিতেই “অমানুষ হলো মানুষ” সিনেমাটি মুক্তি দেন।