ডিজিটাল মার্কেটিং কি এবং এর খুঁটিনাটি সকল বিষয়
- আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আপনি যদি জেনে না থাকেন ডিজিটাল মার্কেটিং কি তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। সারা পৃথিবী জুড়ে উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা সবাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে চায়। এর একমাত্র কারণ হচ্ছে বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এ যুগে ঘরে বসে কেনাকাটা থেকে কোন পণ্যের সমস্ত রকম বিজ্ঞাপনের কাজ অনলাইন এ প্রচার করা হয়।
ডিজিটাল মার্কেটিং কি?
সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন বা ইন্টারনেটে কোন সার্ভিস, পণ্য বা অন্য কোন কিছুর বিজ্ঞাপন প্রচার করাকে বোঝানো হয়। বিজ্ঞাপন গুলি ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা যেকোনো ধরনের প্লাটফর্মে প্রচার করা হতে পারে। আবার সেগুলো ইমেইলের মাধ্যমেও প্রচার করা হয় অনেক সময়।
বর্তমান যুগে সকল ইলেকট্রনিক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। টেলিভিশন কিংবা রেডিওতে বিজ্ঞাপন প্রচার করাও এর অন্তর্ভুক্ত।
এমন একটা সময় ছিলো যখন কোন পণ্য বা সেবার বিজ্ঞাপনের জন্য রাস্তায় বড় বড় বিলবোর্ড টানানো হতো। মানুষের হাতে হাতে লিফলেট বিলি করা হতো কিংবা পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হতো।
কিন্তু এখন আর সেই কাজ গুলি তেমন করা হয় না। যেকোনো ধরনের কিংবা যে কোন মানের বিজ্ঞাপনই অনলাইনে প্রচার করা যায়। এতে করে নির্দিষ্ট গ্রাহকের কাছে বিজ্ঞাপনটি পৌঁছে দেওয়াও অনেক সহজ।
ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা
ডিজিটাল মার্কেটিং কি সে সম্পর্কে আশা করি কিছুটা ধারণা হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা আসলে বলার অপেক্ষা রাখে না। এতে করে গ্রাহক এবং বিজ্ঞাপন দাতা উভয়েই অনেক বেশি পরিমাণে সুবিধা ভোগ করছে এবং লাভবান হচ্ছে।
একজন গ্রাহক খুব সহজেই তার চাহিদা মতো পণ্যের বিজ্ঞাপন এবং বিস্তারিত জানতে পারছে। সেই সাথে একজন ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা খুব সহজেই তার নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছাতে পারছেন।
ডিজিটাল মার্কেটিং এর আরেকটি সুবিধা হচ্ছে খুব সহজেই গ্রাহক এবং বিক্রেতা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফেসবুকে আপনি কোন পন্যের বিজ্ঞাপন দেখে খুব সহজেই সেখানে কমেন্ট বা মেসেজ দিয়ে অন্যটির সম্পর্কে আরো অনেক বেশি ধারণা লাভ করতে পারেন।
আবার একই সাথে বিক্রেতা ও খুব সহজে গ্রাহকের কাছে তার পন্য সম্পর্কে মার্কেটিং করতে পারে।
ডিজিটাল মার্কেটিং এর ফলে পৃথিবীজুড়ে ব্যাপক হারে বিজনেস এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে।
ডিজিটাল মার্কেটিং এর ধাপ এবং প্রকারভেদ
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
ডিজিটাল মার্কেটিং এর প্রথম প্রকারে রয়েছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মাধ্যমে কোন ওয়েবসাইট কিংবা অন্য সেবার বিজ্ঞাপনকে সার্চ ইঞ্জিনে শো করানো হয়।
কনটেন্ট মার্কেটিং
কোন পণ্যের বা সেবার সম্পর্কে বিস্তারিত বা সংক্ষিপ্তভাবে লেখা আকারে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে পোস্ট করা হয়। এতে করে একজন গ্রাহক সেই বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ভাবে জানতে পারে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ফেসবুক কিংবা টুইটারের মত প্ল্যাটফর্ম গুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা করায় ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ যাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি।
ডিজিটাল মার্কেটিং কি এবং এর খুঁটিনাটি সকল বিষয়
এফিলিয়েট মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কি এই প্রশ্নের উত্তরের সবার আগে যেটি আসে সেটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এই পদ্ধতিতে একজন মার্কেটার ফেসবুক পেজ কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য একজনের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার চেষ্টা করে। তারপর বিক্রির উপরে নির্ভর করে কমিশন গ্রহণ করে।
আপনি চাইলে দারাজ কিংবা amazon এর কোন প্রোডাক্ট আপনার ওয়েবসাইট পেইজ কিংবা চ্যানেলে মার্কেটিং করে দিতে পারবেন। আপনার মাধ্যমে যারা এই সকল পণ্য ক্রয় করবেন তাদের মোট ক্রয়ের উপরে একটি নির্দিষ্ট কমিশন পাবেন আপনি।
ইমেইল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কি সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ইমেইল মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আমরা অনেক সময় আমাদের মেইলে বিভিন্ন রকম পন্য কিংবা সেবার বিজ্ঞাপন দেখে থাকি। এটিই হচ্ছে ইমেইল মার্কেটিং।
এগুলো ছাড়াও আরো অনেক মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয়।
ডিজিটাল মার্কেটিং কেন এত জনপ্রিয়
পৃথিবী জুড়ে প্রতিদিন ইন্টারনেট এবং এর সম্পর্কিত গ্রন্থের পরিমাণ বাড়ছে। বর্তমান বিশ্বে প্রায় ৫.১ বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করে।
আপনি জেনে অবাক হবেন যে একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৮৪% বিক্রেতারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোকে ব্যবহার করে ওদের গ্রাহক সংগ্রহ করার জন্য।
সেই সাথে সারা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ কোন কিছু ক্রয় করার জন্য ইন্টারনেট কিংবা অনলাইনের উপরে নির্ভরশীল। আর ৭০% মানুষ কোন পূর্ণ কিনার আগে ইন্টারনেটে সে কোন সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেয়।
তার মানে বুঝতেই পারছেন যে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই এখন কোন আগে সেটা সম্পর্কে হয় অনলাইনে খোঁজখবর নেয় না হলে অনলাইনে অর্ডার করে। ঠিক এ কারণে দিন দিন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বেরিয়ে চলছে।
ডিজিটাল মার্কেটিং শিখে টাকা ইনকাম করব কিভাবে
ফ্রিল্যান্সিং জগতের অন্যতম একটি জনপ্রিয় এবং বড় পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটার। অনলাইনে বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে একটি বিজ্ঞাপন দেওয়া খুব একটা সহজ কাজ নয়। এর জন্য ইন্টারনেট এবং এড সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ডিজিটাল মার্কেটিং কি শুধু এটুকু জেনেই আপনি একটি এড কিংবা পণ্যের বিজ্ঞাপন অনলাইনে চালাতে পারবেন না।
তাই বিভিন্ন ব্যবসায়ী কিংবা উদ্যেক্তারা ডিজিটাল মার্কেটার এবং এর সম্পর্কিত এক্সপার্ট ফ্রিল্যান্সারদের ভাড়া করে। নির্দিষ্ট টাকার বিনিময় তারা আরেকজনের পণ্যের বিজ্ঞাপন প্রচারে যাবতীয় কাজকর্ম সম্পন্ন করে দেয়।
আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন কোর্স করে খুব সহজেই নিজেও শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
আপনি এখন কিছুটা হলে বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কি এবং এটি কেন এত জনপ্রিয়। আপনি যদি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের বিজনেসকে টিকে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সহায়তা নিতে হবে।