টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

- আপডেট সময় : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
হঠাৎ করে এই ঘোষণা এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার একটি বিনিয়োগ বাতিল করা হয়েছে। এই ঘোষণাটি দিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। উক্ত প্রতিষ্ঠানটির ভেরিফাইড পেইজে এই তথ্যটি প্রকাশ করা হয়।
উক্ত ফেসবুক পোস্টে লেখা হয়েছে টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। এরপর উক্ত ঘোষণাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে শেয়ার করেছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই পোস্টের পর থেকেই ফেসবুক জুড়ে বেশ ভাইরাল হয় খবরটি এবং শুরু হয়েছে নানা রকম আলোচনা এবং সমালোচনা। এর কারণ হচ্ছে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক কোটা আন্দোলনের সংস্কারের পক্ষে ফেসবুকে পোস্ট করেছিলেন। অনেকে ধারণা করছেন কোটা আন্দোলনের বা সংস্কারে পক্ষে কথা বলায় টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি বাতিল করা হয়েছে।
এদিকে টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকা বিনিয়োগ বাতিলের প্রস্তাবের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।
টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক এই শিক্ষার্থী দুই দিন আগে ফেসবুক পোস্টে লিখেছিলেন “কোটা সংস্কার চাই, মেধা হোক সবচাইতে বড় কোটা”। এরপর গতকাল সোমবার তিনি আরো একটি পোস্ট করেন ফেসবুকে কোটা সংস্কারের পক্ষে।
সারা দেশ জুড়ে কোটা আন্দোলন এখন বেশ বিস্তার লাভ করেছে। ঢাকা সহ এর আশেপাশে এলাকাসহ বিভিন্ন রাস্তাঘাট শিক্ষার্থীদের আন্দোলনের রাস্তা ঘাট বন্ধ রয়েছে। এতে করে সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
ঢাকার বাইরের টাঙ্গাইল জেলায় আজকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকা বন্ধ করে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঠিক এরকম একটু সময় হঠাৎ করে ঘোষণা হয়েছে টেন মিনিট স্কুলকে স্টার্টআপ বাংলাদেশের লিমিটেড এর পক্ষ থেকে ৫ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট ছিল সেটি বাতিল করা হয়েছে। তাই অনেকের অনেক রকম ধারণা করছেন এবং ফেসবুকে মন্তব্য করছেন।
এ সকল আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে ফেসবুকে বিভিন্ন মানুষ পোস্ট করছেন এবং এরকম মন্তব্য করছে।