চাকরির ইন্টারভিউতে কেমন পোশাক পরবেন
- আপডেট সময় : ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
একটা প্রবাদ প্রচলিত আছে, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। চাকুরীর ইন্টারভিউতে কেমন পোশাক পড়ে যাবেন সেটার উপরে আপনার প্রথম ইমপ্রেশন নির্ভর করবে।
আর যদি সেটা ভালো হয় তাহলে পরবর্তী সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ আপনাকে দেখে চাকরিদাতার মনে একটা পজেটিভ ধারণা তৈরি হবে। যা যে কোন ক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে। কারণ একজন ইন্টারভিউ গ্রহণকারীই শুধুমাত্র আপনার দক্ষতাই দেখবে না বরং আপনার রুচি এবং বাহ্যিক সৌন্দর্যও বিবেচনা করবেন। তাই আপনার অসাবধানতাবশত যত্রতত্র পোশাক নিয়োগ কর্তার কাছে নেগেটিভ ইম্প্রেশন তৈরি করে।
ছেলেরা চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে কেমন পোশাক পরবেন
১. যদি আপনি টাই এবং স্যুট পড়েন তবে সেটি অবশ্যই হালকা রঙের হবে। সাথে অবশ্যই চামড়ার জুতো পড়বেন।
২. কানের দুল, গলার চেইন ইত্যাদি কোন গহনা পড়া যাবে না। তবে চাইলে ঘড়ি অবশ্যই পড়তে পারেন।
৩. আমার শরীরে অনেক সময় ট্যাটু করে থাকি। যদি আপনার হাতে গলায় কিংবা অন্য কোন জায়গায় ট্যাটু থাকে যেগুলো বাইরে থেকে দৃশ্যমান হয় সেগুলো ইন্টারভিউ এর আগে মুছে ফেলুন।
৪. জুতা অবশ্যই ভালো করে পালিশ করে নিবেন। সেই সাথে চেষ্টা করবেন ডার্ক কালারের সু পড়ার জন্য।
৫. সুগন্ধি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটির গন্ধ যেন অতি তীব্র না হয়। কারন অতিরিক্ত পারফিউম অনেকের কাছে বিরক্তির কারণ হয় এবং কারো কারো এক্ষেত্রে এলার্জিও থাকে।
৬. হাতে বা গলায় ব্রেসলেট, চেইন ইত্যাদি পরবেন না।
৭. চাকরির ইন্টারভিউয়ে কেমন পোশাক পড়ে যাবেন সেটির সবচাইতে জনপ্রিয় উত্তর হচ্ছে কালো প্যান্টের সাথে নেভি ব্লু অথবা সাদা শার্ট। ফরমাল পোশাক গুলোর মধ্যে এই কম্বিনেশন টি সবচাইতে বেশি জনপ্রিয়।
৮. অবশ্যই ফুলহাতা শার্ট পড়ে যাবেন। হাফ হাতা শার্ট কিংবা টি শার্ট পরা একদমই অনুচিৎ।
৯. কালো রঙের মোজা পরবেন। আমরা অনেক সময় এই পার্ট টিকে গুরুত্ব দেই না। কিন্তু অতিরিক্ত রংচটা মজা আপনার পুরো আউটফিটকে টাকে নষ্ট করে দিতে পারে।
মেয়েরা চাকরির ইন্টারভিউতে কেমন পোশাক পড়বেন
১. সালোয়ার কামিজ৷ বা শাড়ির সাথে স্যান্ডেল অথবা জুতা পড়ে যেতে পারেন।
২. মেয়েরা চাকরির ইন্টারভিউতে গহনা পড়ে যেতে পারেন কিন্তু সেটি খুবই অল্প পরিমাণে। হাত ভর্তি চুড়ি কিংবা শরীর ভর্তি গহনা পরা একদমই উচিত নয়।
৩. কোন কালারফুল কিংবা রংচটা জুতো না পরে হালকা কালারের জুতো পড়বেন। স্যান্ডেল বা জুতো অবশ্যই পালিশ করে নিবেন।
৪. হালকা মেকাপ করবেন। এমনভাবে অতিরিক্ত মেকআপ কিংবা অন্যান্য প্রসাধনী ব্যবহার করবেন না যেগুলো বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়।
৫. যদি চুরি পরে যেতে চান তাহলে অবশ্যই শাড়ির সাথে পরুন। সালোয়ার বা অন্য কোন পোশাকের সাথে চুরি করবেন না।
৬. আপনার ত্বকের সাথে ম্যাচ করিয়ে নেলপালিশ পরতে পারেন।
৭. খুবই হালকা সুগন্ধি ব্যবহার করুন।
৮. অনেকেই হাই হিল পরতে পছন্দ করেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী হয়।
অন্যান্য বিষয়
ছেলেদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের কেমন পোশাক পড়বে সেটির পাশাপাশি মাথার চুল গোছানো অনেক গুরুত্বপূর্ণ। যথাসম্ভব ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে চুল ছোট করে নিবেন। অতিরিক্ত বড় কিংবা কোকড়ানো চুল নিয়ে কখনোই এ ধরনের মিটিংয়ে যোগদান করা উচিত নয়।
দাঁড়ি থাকলে সেগুলো সুন্দর করে ছেড়ে নেবেন।
ইন্টারভিউ তে কেমন পোশাক করবেন সেটা তো আপনারা মোটামুটি জেনে গিয়েছেন। তবে এই ধরনের মিটিংয়ের জিন্স, টি শার্ট, ফতুয়া ইত্যাদি জাঁকজমকপূর্ণ পোশাক এড়িয়ে চলুন।