কোন সিমের ইন্টারনেট স্পিড ভালো
- আপডেট সময় : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
প্রিয় পাঠক, কোন সিমের ইন্টারনেট স্পিড বেশি বা ভালো এ বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকে পুরো আর্টিকেলটি পড়ুন। কারণ আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে ভালো ইন্টারনেট সার্ভিস পাওয়া যায় এরকম কিছু সিম এবং এর তথ্য নিয়ে আলোচনা করব।
কোন সিমের ইন্টারনেট স্পিড ভালো
সিমের ইন্টারনেট স্পিড মূলত নির্ভর করে আপনার নেটওয়ার্কের উপর। আপনার আশেপাশে যে নেটওয়ার্কটি সবচাইতে ভালো পাওয়া যায় সেই সিমের ইন্টারনেট স্পিডও ভালো পাবেন।
তবে গ্রাহকদের মতামত অনুযায়ী বাংলাদেশে গ্রামীণ সিমের ইন্টারনেট স্পিড সবচাইতে ভালো।
তবে নেটওয়ার্কের উপর নির্ভর করে অনেক জায়গায় গ্রামীন সিমের নেট স্পিডও খুব একটা ভালো পাওয়া যায় না।
তবে আপনার আশেপাশে যদি এয়ারটেলের টাওয়ার থেকে থাকে তাহলে চোখ বন্ধ করে সিমটি ব্যবহার করতে পারেন।
বাংলালিংক এবং এয়ারটেল সিমের ইন্টারনেট স্পিড অনেক ভালো। কিন্তু গ্রামাঞ্চলের অনেক জায়গায় এয়ারটেল এবং বাংলালিংক সিমের নেটওয়ার্ক পাওয়া একটু কঠিন হয়ে পড়ে।
কোন সিমের ইন্টারনেটের দাম কেমন
আমরা অনেকেই ইন্টারনেটের স্পিডের সাথে সাথে এটাও বিবেচনা করে থাকি প্যাকেজের দাম গুলো কেমন। কারণ আমরা নিয়মিত যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের কাছে প্যাকেজের মূল্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি টেলিটক সিমে সবচাইতে কম রেটে ইন্টারনেট এবং কথা বলতে পারবেন। টেলিটক ছাড়া এয়ারটেলএ ইন্টারনেট প্যাকেজ এবং কল রেটের দাম তুলনামূলকভাবে অনেক কম। এয়ারটেল এবং রবি মূলত একই ধরনের প্যাকেজ এবং সুবিধা অফার করে থাকে।
এই দুটি সিম ছাড়াও বাংলালিংকে ইন্টারনেট বেশ সাশ্রয়ী। তবে আপনি সবচাইতে কম দামে ইন্টারনেট সার্ভিস পাবেন টেলিটক সিমে। কিন্তু এই সিমটি কেনার আগে আপনাকে অবশ্যই নেটওয়ার্কের বিষয়টি মাথায় রাখতে হবে।
কোন সিমের ইন্টারনেট স্পিড ভালো
কোন সিমে সবচাইতে কম টাকা কাটে
আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন কোন সিমের ইন্টারনেট স্পিড ভালো এবং দাম কেমন। আপনারা কি জানেন কোন ধরনের অপারেটরের সবচাইতে কম কল রেটে কথা বলা যায়?
এই ধাপেও সবার আগে এগিয়ে থাকবে টেলিটক। এছাড়া এয়ারটেল এবং বাংলালিংকেও কম কলরেটে কথা বলার সুবিধা পাওয়া যায়।
কোন সিমের নেটওয়ার্ক সুবিধা সবচাইতে ভালো
গ্রামীন সিমটি বাংলাদেশের পুরনো অপারেটরদের গুলোর মধ্যে অন্যতম। এমনকি বাংলাদেশের মানুষ যখন প্রথম মোবাইল ব্যবহার করা শুরু করে তখন সরকারি টেলিটক সিমের পাশাপাশি গ্রামীন সিম সবার আগে সার্ভিস প্রদান করা শুরু করে।
আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আর কোন অপারেটর নেটওয়ার্ক না পেলেও গ্রামীণ অপারেটর নেটওয়ার্ক থেকে পেয়ে যাবেন।
ইদানিং এয়ারটেল এবং রবির নেটওয়ার্ক বিস্তৃতও বেশ বৃদ্ধি পেয়েছে।
লেখকের শেষ কথা
আপনি যদি শহরে বসবাস করেন তাহলে যে কোন সিমের নেটওয়ার্কই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি কম টাকায় ইন্টারনেট প্যাকেজ এবং কথা বলার জন্য এয়ারটেল সিম নিতে পারেন।
এছাড়াও টেলিটক সিমে আপনি সাশ্রয়ী প্যাকেজ এবং বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। কারণ বিভিন্ন ধরনের সরকারি চাকরির আবেদন ইত্যাদি টেলিটক সিমের মাধ্যমে করা যায়।
আর যদি আপনার শহর থেকে দূরে মফস্বল কিংবা গ্রাম এলাকায় বসবাস করেন তাহলে এয়ারটেল অথবা গ্রামীণ অপারেটর পছন্দ করতে পারেন। আপনি মোটামুটি সব জায়গায় গ্রামীনে নেটওয়ার্ক পেয়ে যাবেন কিন্তু এয়ারটেলে সিম নেওয়ার আগে নেটওয়ার্কের বিষয়টি ভালোভাবে যাচাই করে নিবেন।
আশা করি কোন সিমের ইন্টারনেট স্পিড ভালো এবং কলরেট কেমন ইত্যাদি খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে।
নারীর যে গুণ দেখে বিয়ে করবেন জানতে এখানে প্রবেশ করুন।