কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন নায়ক ফেরদৌস
- আপডেট সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
কলকাতা এবং বাংলাদেশের জনপ্রিয় একটি মুখ হচ্ছেন নায়ক ফেরদৌস আহমেদ। অভিনয় শিল্পের পাশাপাশি তিনি বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য।
সাম্প্রতিক সময়ে টলিউডের অর্কদীপ মল্লিক নাথের সিনেমা যার নাম হচ্ছে “মীরজাফর চ্যাপ্টার টু” তে অভিনয় করার কথা ছিল নায়ক ফেরদৌসের। তবে গতকাল সিনেমাটির প্রযোজক সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন উক্ত সিনেমায় নায়ক ফেরদৌস আর অভিনয় করছেন না।
নায়ক ফেরদৌসের অভিনয় না করার ব্যাপারে রানা সরকার সাংবাদিকদের কে বলেন, মীরজাফর চ্যাপ্টার টু সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে তৈরি করা হয়েছে। কিন্তু গত জানুয়ারী মাস থেকে অনেকবার চেষ্টা করেও ফেরদৌসের কাছে থেকে কোন সাড়া পাওয়া যায় নি।
গত বছরই “মীরজাফর চ্যাপ্টার টু” সিনেমার বিভিন্ন শিল্পীদের ফার্স্ট লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। কিন্তু সিনেমাটির শুটিং এখন পর্যন্ত শুরু হয়নি।
কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন নায়ক ফেরদৌস
কেন সিনেমাটির শুটিং শুরু করতে দেরি হচ্ছে এই প্রশ্নের জবাবে রানা সরকার সাংবাদিকদের কে জানান, গত ২৩ সালে এই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে শুটিং শুরু করতে দেরি হচ্ছে।
ওই সিনেমাটির শুটিং করা হবে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায়। এই এলাকায় শুটিংয়ের জন্য বিভিন্ন রকম অনুমতির একটা বিষয় আছে।
বাংলাদেশের নায়ক জিয়াউল রোশান এর অভিনয়ের কথাও হয়েছে। ভবিষ্যতের সিনেমার কাজ শুরু হলে জিয়াউর রোশান থাকবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক। তিনি বলেন রোশানের সাথে আমার এমনিতে কোন ঝামেলা নেই। সিনেমাটির শুটিং শুরুর আগে অবশ্যই তার সাথে যোগাযোগ করা হবে। তবে তিনি যদি অভিনয় করতে না চান তাহলে তাকে রিপ্লেস করা হবে।
মীরজাফর চ্যাপ্টার টু সিনেমাটাতে মূলত লেখা হয়েছে গ্রামের রাজনীতির গল্প নিয়ে। এ ব্যাপারে সিনেমাটির পরিচালক অর্কদীপ বলেন আমি মুর্শিদাবাদের বেড়ে ওঠা সন্তান। গ্রামের রাজনীতি পরিস্থিতি আমি সিনেমাটিতে ফুটিয়ে তুলতে চাই। কিন্তু শেষ পর্যন্ত নায়ক ফেরদৌস ঈদ তো সিনেমাটিতে অভিনয় করছেন না।
উল্লেখ্য, নায়ক ফেরদৌস বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন।