কঠিন পদার্থের বৈশিষ্ট্য
- আপডেট সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
কঠিন পদার্থের বৈশিষ্ট্য জানার আগে চলুন জেনে নেই এর সংজ্ঞা কি। যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ভর বা ওজন আছে তাদেরকে কঠিন পদার্থ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, কাঠ পাথর ইত্যাদি।
পদার্থের মৌলিক ৪ টি অবস্থা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা অবস্থা। যদি কোন পদার্থের অণুগুলো পরস্পরের সাথে অত্যন্ত শক্তভাবে জুড়ে থাকে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাহলে সেটি অবশ্যই কঠিন পদার্থ। উদাহরণস্বরূপ বলা যায় আপনি চাইলেই কোন কাঠ কিংবা লোহার টুকরা কে চাপ দিয়ে সংকুচিত করতে পারবেন না। কারণ এটি কঠিন পদার্থ। আপনি যতই বল প্রয়োগ করবেন না কেন এটা আপনাকে বাধা প্রদান করবে। কারণ এটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য।
ঠিক বিপরীত দিকে আপনাকে যদি আমি বায়বীয় পদার্থের কথা বলি তাহলে সেগুলোকে চাপ দিয়ে খুব সহজেই সংকুচিত করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় গ্যাসকে চাপ দিয়ে তরলে রূপান্তরিত করে সেটিকে সিলিন্ডারে সংরক্ষণ করা হয়।
কঠিন পদার্থের বৈশিষ্ট্য
• কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে।
• যেকোনো কঠিন পদার্থেরই ওজন আছে।
• সকল কঠিন পদার্থই একটি নির্দিষ্ট স্থান বা জায়গা দখল করে। যেটিকে আয়তন বলা হয়।
• কঠিন পদার্থকে তাপ দিলে সেটি প্রসারিত হয় বা আয়তন বৃদ্ধি পায়।
• কঠিন পদার্থের বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হলো এটিকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে। অর্থাৎ আপনি যদি কোন ইট কিংবা দেয়ালকে ধাক্কা দেন তাহলে সেটি বাধা প্রদান করবেন।
• কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। উদাহরণস্বরূপ ন্যাপথলিন এর কথা বলা যেতে পারে।
কঠিন পদার্থের বৈশিষ্ট্য
কঠিন পদার্থের ভিতরে আবার মূলত ২ টি ভাগ রয়েছে একটি হচ্ছে ধাতু আরেকটি হচ্ছে অধাতু। ধাতু হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু যেমন: লোহা অথচ অধাতু বিদ্যুৎ পরিবহন করে না যেমন: প্লাস্টিক। কিন্তু কঠিন পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী উভয়ই একই গোত্রের অন্তর্ভুক্ত। এ সকল ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের ভিন্ন ভিন্ন স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের শ্রেণী এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তবে উপরের বৈশিষ্ট্য গুলি সকল কঠিন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য।
আমাদের চারপাশে অসংখ্য কঠিন পদার্থ রয়েছে। তবে কঠিন পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।