এসি ভালো রাখতে করণীয়
- আপডেট সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ঘরে বসে ঠান্ডা হাওয়া আপনি ঠিকই উপভোগ করছেন কিন্তু সেই এসি ভালো রাখতে করণীয় বিষয় গুলো আপনি ঠিকঠাকভাবে পালন করছেন না। অর্থাৎ এসির পুরস্কার পরিছন্নতার দিক গুলো আপনার খেয়াল নাই। আপনি যদি এ নিয়মিত এসির যত্ন না নেন তাহলে এটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে অনেক বেশি বিদ্যুৎ বিল উঠতে পারে অথবা যে কোন সময় দুর্ঘটনা করতে পারে।
এসি ভালো রাখতে করণীয়
• যত কম সম্ভব এসি চালাবেন। যদি বাইরে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে এসি ভালো রাখতে এটি কে বন্ধ অবস্থায় রাখুন। এরকম পরিস্থিতিতে বাইরের আবহাওয়া উপভোগ করুন। এতে করে আপনার এসি অনেকদিন বেশি কার্যকর থাকবে।
• ঘরে কেউ না থাকলে এসি বন্ধ করে রাখুন।
• এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে দিবেন না। আমরা অনেকেই অতিরিক্ত ঠান্ডা অনুভব করার জন্য এসির তাপমাত্রা একদম কমিয়ে রাখি। অথবা বাইরে থেকে এসে ঘরকে দ্রুত ঠান্ডা রাখার জন্য এসির তাপমাত্রা কমাতে থাকে। এরকমটা করা কখনোই উচিত নয়। এর থেকে ভালো রাখতে এটির তাপমাত্রা সব সময় সহনীয় পর্যায়ে রাখ।
• যেই ঘরে এসি আছে সেই ঘরে একটি সিলিং ফ্যান চালু অবস্থায় রাখুন। সিলিং ফ্যান হালকা পাওয়ারে চালালে এসি ঠান্ডা বাতাসটা সারা ঘর জুড়ে প্রবাহিত করবে। এসে ভালো রাখার উপায় গুলোর মধ্যে এটি অন্যতম।
• যেই ঘরে স্থির হয়েছে সেই ঘরে অন্য কোন ছিদ্র এবং থাকা অংশ আছে কিনা ভালোভাবে যাচাই করুন। যাতে করে বাইরের বাতাস ভেতরে না প্রবেশ করতে পারে এবং ভেতরে বাতাস বাইরে চলে যায়।
এসি ভালো রাখতে করণীয়
• যে ঘরে এসি রাখবেন খেয়াল রাখবেন সেই ঘরে তাপ উৎপন্ন করে এমন কোন বস্তু কিংবা যন্ত্র যেন না থাকে। এতে করে এসির উৎপাদনশীলতা কমে যায়।
• এসির যে অংশটি বাইরে রয়েছে সে অংশটি গাছপালার আড়ালে যেন ঢাকা না পড়ে।
• জানালায় রোদ পড়লে সেখানে ভারী পর্দা ব্যবহার করুন। এতে করে ভেতরে অংশ কম গরম হবে এবং এসি ভালো থাকবে।
• নির্দিষ্ট সময় পর পর ভালো কোন দক্ষ পেশাদারকে দিয়ে এসি পরিষ্কার করিয়ে নিন। এতে করে এসি অনেকদিন ব্যবহার করতে পারবেন।
এসি ভালো রাখার উপায় গুলি খেয়াল রেখে এসে ব্যবহার করলে সেটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়।