একাদশ শ্রেণীতে ভর্তির সময় বাড়লো
- আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের আন্দোলনের সংকটময় পরিস্থিতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম স্থগিত অবস্থায় ছিল। পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর আগামী ২৮ জুলাই থেকে আবারো শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। উক্ত ভর্তি কার্যক্রম চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। সেই সাথে চলমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আগামী ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে এরকম তথ্যটাই জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে বলা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তির কার্যক্রম আপাতত অনিবার্যের কারণে স্থগিত আছে। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এই ভর্তির কার্যক্রমের সময় ২৮ জুলাই থেকে ১ জুলাই পর্যন্ত পুনরায় নির্ধারণ করা হয়েছে। এবছরের ভর্তি কার্যক্রম শুরু হয় ১৫ জুলাই থেকে। উক্ত ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল আগামী ২৫ জুলাই বৃহস্পতিবারে। তবে চলমান আন্দোলন পরিস্থিতিতে আগামী ১৮ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
যার কারণে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত অবস্থায় ছিল। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হওয়ায় আগামী ২৮ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তির সময় সীমাবদ্ধ করা হয়েছে।
একাদশ শ্রেণীতে ভর্তির সময় বাড়লো
আমরা জানি এবারের একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।। এই ভর্তি ফি শুধুমাত্র ঢাকার মেট্রোপলিটন এলাকার এমপিও ভুক্ত কলেজ গুলোর জন্য। ঢাকার বাইরের মফস্বল এবং উপজেলা পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির ফি সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান চাইলে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি নিতে পারবে না।
অন্যান্য ভর্তির মতো এবার একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৯৭ শতাংশ মেধা কোটায় ভর্তি করা হবে। বাকি ৭ শতাংশের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি ২% এর মধ্যে এক শতাংশ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য কোটা। কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে সেখান থেকে ভর্তি করানো হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সারা বাংলাদেশ হতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। একাদশ শ্রেণীতে ভর্তির উপযোগ্য প্রাসিত শিক্ষার্থীদের সঙ্গে ষোল লাখ ৭২ হাজার ১৫৩ জন।