অন্তর্বর্তীকালীন সরকারের আলেম উপদেষ্টা খালিদ হোসেন
- আপডেট সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস। সেই সরকারের উপদেষ্টাদের তালিকা স্থান পেয়েছে প্রখ্যাত আলেম আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি।
আলেম উপদেষ্টা খালিদ হোসেন এর পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তবে বাংলাদেশের মানুষের কাছে তিনি আ ফ ম খালিদ হোসেন নামের সবচাইতে বেশি পরিচিত। তার জন্মস্থান চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলায়। তিনি ১৯৫৯ সালে ২ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কর বাড়িতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উনার বাবার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ছিলেন।
আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমীর ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কুরআনী সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের শিক্ষা উপদেষ্টা সমাবেশ কয়েকটি ইসলামিক ম্যাগাজিনের সম্পাদক।
অন্তর্বর্তীকালীন সরকারের আলেম উপদেষ্টা খালিদ হোসেন
আ ফ ম খালিদ হোসেন ওমর গনি এমইএস কলেজের ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। দ্য ওয়ার্ড মুসলিম লীগ জার্নালের সাময়িকীতে তার ২ শতাধিকের বেশি গবেষণাধর্মী প্রবন্ধ ইতিমধ্য প্রকাশিত হয়েছেন।
আ ফ ম খালিদ হোসেন শিক্ষা জীবন শুরু হয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। উক্ত বিদ্যালয় তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তারপর ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় পড়াশোনা শেষ করেন। তিনি প্রথম বিভাগে আলিম পাশ করেন ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে। তারপর ১৯৭৩ সালে ফাজিল পাস করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিনি ১৯৭৫ সালে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন।
আ ফ ম খালিদ হোসেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আলেম উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একটি খবর আলোচিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় আলেম শায়খ আহমদ উল্লাহকে সর্বপ্রথম উক্ত পদের জন্য সমন্বয়করা আহবান করেছিলেন।
কিন্তু শায়খ আহমদ উল্লাহ বিশেষ কারণে উক্ত পদে যোগদান করার জন্য রাজি হননি। কিন্তু তিনি আলেম উপদেষ্টা পদে আ ফ ম খালিদ হোসেন এর কথা সমন্বয়দেরকে জানান।