আশুরার রোজা কয়টি ও কবে রাখতে হবে
- আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
পবিত্র আশুরা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। তাইতো অনেকে জানতে চেয়েছেন পবিত্র আশুরার রোজা কয়টি ও কবে রাখতে হবে। আশুরার দিনে রোজা রাখার পাশাপাশি আমাদের নিয়মিত নামাজ আদায়, তওবা ও ইস্তেগফার পাঠ করা উচিত। সকল প্রকার অসৎ কাজ বর্জন করে সৎকাজে মনোনিবেশ করতে হবে। এ সকল কাজের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
আশুরা রোজা কয়টি ও কবে রাখতে হবে চলুন জেনে নেই খুঁটিনাটি বিষয়:
আশুরার রোজা সম্পর্কে বিভিন্ন হাদিসে অনেক বর্ণনা রয়েছে। হযরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা পোষণ করি মহান আল্লাহ তায়ালার কাছে, তিনি আশুরার একটি পবিত্র রোজার মাধ্যমে বিগত এক বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। (তিরমিজি: ৭৫২)
আশুরার রোজা কয়টি ও কবে রাখতে হবে
আমাদের দেশে এ বছর ৮ জুলাই সোমবার থেকে মহররম মাসের গননা শুরু হয়েছে। সেই হিসাব অনুযায়ী আগামী ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে। আশুর্ উপলক্ষে রোজা রাখতে হয় মোট ২ টি। আশুরার দিনে একটি রোজা রাখতে হবে এবং তার আগের দিন অথবা পরের দিন আরও একটি করে রোজা রাখতে হবে।
অর্থাৎ আপনি আশুরার দিন এবং আশুরার আগের দিন রোজা রাখতে পারেন। অথবা আশুরার দিন এবং আশুরার পরের দিন রোজা রাখতে পারেন।
এ ব্যাপারে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা পালন কর। তবে এক্ষেত্রে ইহুদীদের সাথে যেন আমাদের সাদৃশ্য না হয় সেজন্য মহরমের তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখো।
আশুরার আর ইবাদত ও দোয়া
আপনারা আশুরার রোজা কয়টি ও কবে রাখতে হবে সে সম্পর্কে জেনেছেন। রোজা রাখার পাশাপাশি এই দিনগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া এবং কল্যাণ কামনা করা উচিত।
তওবা এবং ইস্তেগফার
অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসে অনেক বেশি তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভ করা যায়। পবিত্র আশুরার দিন তওবা কবুলের ভালো সময়। এজন্য এই দিন গুলোতে সকল ধরনের আমলের প্রতি অনেক বেশি মনোনিবেশ করা উচিত।
আশুরার রোজা কয়টি ও কবে রাখতে হবে
সৎ কাজ করা এবং সদাচরণ করা
মানুষের প্রতি ভালো ব্যবহার, সদ্ভাবে চলা এবং হালাল ইনকাম করা মুসলমানদের অন্যতম বৈশিষ্ট্য এবং আল্লাহ তাআলার আদেশ। সারা বছরই আমাদের বিভিন্ন মিথ্যা এবং অন্যায় থেকে বিরত থাকা উচিত। আপনার যদি এরকম কোন অভ্যাস থেকে থাকে তাহলে এই পবিত্র আশুরা উপলক্ষে সেগুলো ত্যাগ করে সবার প্রতি সদয় আচরণ হন এবং সৎ ভাবে চলার চেষ্টা করুন।
আমরা ইতিমধ্যে জেনে গেছি আশুরা রোজা কয়টি ও কবে রাখতে হবে। বাংলাদেশের সময় অনুযায়ী আগামী ১৭ জুলাই বুধবার পালিত হবে পবিত্র আশুরা। সে হিসেবে আমরা ১৬-১৭ জুলাই অথবা ১৭-১৮ জুলাই এই দুই দিন রোজা পালন করবো।
কীভাবে লম্বা হওয়া যায় জানতে এখানে প্রবেশ করুন।