মোবাইল নেটওয়ার্কে আবারও ফেসবুক বন্ধ
- আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
মোবাইল নেটওয়ার্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবারও বন্ধ করা হয়েছে। তবে যারা ব্রডব্যান্ড ব্যবহারকারী তারা ঠিকই ওয়াইফাই কিংবা ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন। মোবাইল নেটওয়ার্ক এ ফেসবুক বন্ধের পাশাপাশি রাশিয়া ভিত্তিক জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।
দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলন অস্থিতিশীল পরিবেশের রূপ নিলে গত ১৭ জুলাই থেকে সারাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপর ৩১ শে জুলাই বেলা ৩ টার দিক থেকে পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি চালু করা হয় সেইসাথে ফেসবুকও।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা যায়, আজ ২ এ আগস্ট দুপুর ১২ টার পর থেকে মোবাইল নেটওয়ার্কের ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। তবে সকল গ্রাহকদের ক্ষেত্রে ফেসবুক বন্ধ করতে আরো সময় লাগবে বলে জানিয়েছে সেই সংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আরো জানা যায়, গতকাল রাত থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বেশ স্বাভাবিক পর্যায়ে এসেছিলো। বাংলাদেশ স্মার্টফোন এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটির বেশি। মোবাইল নেটওয়ার্ক এ বাংলাদেশের ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলে ভিপিএন এর ব্যবহার বৃদ্ধি পেতে থাকবে। অতিরিক্ত ভিপিএন ব্যবহার ইন্টানেটের গতির উপর প্রভাব ফেলে।
মোবাইল নেটওয়ার্কে আবারও ফেসবুক বন্ধ
এর আগে সারা বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয় ১৭ জুলাই রাত থেকে এবং ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তার কিছুদিন পর ২৩ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সীমিত পরিচয় চালু করা হয়। ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১০ দিন পর ২৮শে জুলাই থেকে মোবাইল ইন্টারনেট পুরোপুরি ভাবে খুলে দেওয়া হয়। ব্রডব্যান্ড সেবা এবং মোবাইল ইন্টারনেট সেবা খুলে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো চালু করা হয় ২৮ শে জুলাই এর পর থেকে।
ফেসবুক বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের টেলিযোগ্য ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর জুনাইদ আহমেদ পলক ফেসবুকের ভূমিকার ব্যাপারে আলোচনা করেছেন। তিনি ইতিমধ্য ফেসবুকের কাছে সংশ্লিষ্ট ভীষণ একটি চিঠিও পাঠিয়েছেন। তারপর চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে সাথে ভার্চুয়াল মিটিং করার পর বাংলাদেশের সকল মাধ্যমে এটি খুলে দেওয়া হয়।
এদিকে ইন্টারনেটের পাশাপাশি ফেসবুক বন্ধ থাকে বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তারা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে ইন্টারনেট বন্ধ থাকে অনলাইন ভিত্তিক বিজনেস গুলোতে ক্ষতির পরিমাণ প্রায় ১৭০০ কোটি টাকার বেশি।